সোমবার বিকাল ৪টায় এই অনুষ্ঠানের চিত্রগ্রহণ শুরু হবার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতিহাস-ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং পর্যটন সমৃদ্ধ ওপারের মেঘালয় পাহাড়ের পাদদেশে ওয়ার্ল্ড হেরিটেইজ অব টাঙ্গুয়ার হাওর তীরবর্তী তাহিরপুরের ট্যাকেরঘাট টুনাপাথর খনি প্রকল্পের শহীদ সিরাজ লেকের তীর, ছোট ছোট টিলা, উত্তরে মেঘালয় পাহাড়, দৃষ্টিনন্দন টিলা এবং হাওরকে সামনে রেখে ‘ইত্যাদি’র’ কয়েকটি পর্বের চিত্রায়ণও ধারণ করা হবে।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, বিনোদন অঙ্গনের জনপ্রিয় ব্যক্তিত্ব হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় এবারের ধারণকৃত পর্বগুলো পরবর্তীতে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, অনুষ্ঠানটির এবারের পর্বে ধারণ করা হবে তাহিরপুরে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত টাঙ্গুয়ার হাওর, হলহলিয়ার হাওলীর রাজবাড়ি, শহীদ সিরাজ লেক, পাহাড়ি ঝর্ণাধারা, সীমান্ত নদী জাদুকাটা, দৃষ্টিনন্দন বারেকটিলা, দেশের সবচেয়ে বড় জয়নাল আবেদীন শিমুল বাগানসহ নানা দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর তথ্য এবং দৃশ্যাবলী।
এছাড়াও এবারের পর্বে ধারণ করা হবে দর্শকদের প্রশ্নোত্তর পর্বসহ নিয়মিত কয়েকটি বিভাগ।